২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা অর্নাস ১ম বর্স কোর্সে ভর্তি হতে পারেন নাই। তাদের জন্য সু-খবর।
আপনারা অনার্স প্রফেশনাল কোর্সে ২০২১-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন। অনার্সে চান্স না হলে অনার্স প্রফেশনাল একটি গুরুত্ব পূর্ন বিষয় আপনি অনার্স প্রফেশনাল কোর্স করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সু নামের সহিত কর্ম করতে পারেন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের ভর্তির গুরুত্ব পূর্ণ তথ্যাবলিঃ
- অনলাইনে আবেদন শুরুর তারিখ- ২০/০৯/২০২২ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকা থেকে শুরু।
- অনলাইনে আবেদনের শেষ তারিখ- ১০/১০/২০২২ ইং তারিখ রাত্রি ১২.০০ ঘটিকা পর্যন্ত চলবে।
- আবেদনরে ফি বাবাদ জমা দিতে হবেঃ ৩০০ টাকা।
- আবেদনের পর এস এস সি ও এইচ এস সি পরিক্ষার জিপিএ অনুযায়ী আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। সম্পূর্ণ অনার্সের মতো সিস্টেম হয়ে থাকে প্রফেশনাল কোর্সে।
- ক্লাস শুরু হওয়ার তারিখঃ ৩০/১০/২০২২ ইং তারিখ হইতে।
- কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চায়ন করার তারিখঃ ২২/০৯/২০২২ ইং তারিখ।
- কলেজ কর্তিক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চায়নের শেষ তারিখঃ ১২/১০/২০২২ ইং তারিখ।
অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের নাম বিস্তারিত আলোচনাঃ
Bachelor of Business Administration |
BBA |
Bachelor of Education |
BED |
Bachelor of Fine Arts |
BFA |
Apparel manufacture and Technology |
AMT |
Fashion design and Technology |
FDT |
Knitwer manufacture and Technology |
KMT |
Computer Science and Engineering |
CSE |
Electronics and communication engineering |
ECE |
Tourism and Hospitality Management |
THM |
Theatre and medical studies |
TMS |
BBA in aviation management |
|
BSC in Aeronautical and evolution science |
|
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত বিষয়ের উপরে আপনাদের অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্স এ অনলাইনে আবেদন করতে হবে অন্যথায় এই সাবজেক্ট গুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে এইখানে আপনার আবেদন করার কোন প্রয়োজন নাই।

অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুনঃ এখানেই ক্লিক করুন
আরো পড়ুনঃ
- মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2022-23 শিক্ষাবর্ষ (অনলাইনে আবেদন করুন)
- জাতীয় বিশ্ববিদ্যালয় (নিয়মিত) মাস্টার্স ফাইনাল ভর্তি বিজ্ঞপ্তি 2022 (অনলাইনে আবেদন করুন)
- অনার্স ১ম বর্ষ রুটিন ২০২২ (পিডিএফ ডাউনলোড করুন)
- ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপের বিজ্ঞপ্তি 2022 (অনলাইনে আবেদন করুন)
অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি দেখুনঃ
অনার্স প্রফেশনাল কোর্সে আবেদনরে যোগ্যতা বিস্তারিত আলোচনাঃ
বাংলাদেশের যেকোনো বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে 2017 2018 2019 সালের এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 পেয়ে থাকলে আপনি অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
এইচ এস সি এর ক্ষেত্রে 2019 2020 2021 সালে যদি আপনি যেকোন অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখা হইতে পাস করে থাকেন এবং আপনার জিপি 2.5 হয়ে থাকে তাহলে আপনি অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আপনি যদি ব্যবসায়ী কিংবা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে থাকেন এবং পাশের সাল গুলো যদি 2017,2018 এবং 2019 হয় এবং আপনার জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3.00 তাহলে আপনি অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
আপনি যদি বিজ্ঞান অথবা ব্যবসায় শাখা থেকে এইচএসসি 2019 2020 এবং 2022 সালে এইচএসসিতে জিপিএ 2.50 থাকে তাহলে আপনি অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আপনি যদি কারিগরি শিক্ষাবোর্ড হইতে এইচএসসি ভোকেশনাল কিংবা
এইচ এস সি বিজনেস ম্যানেজম্যান্ট লেখাপড়া করেন তাহলে আপনি যদি অনার্স প্রফেশনাল কোর্সে প্রথম বর্ষে ভর্তি আবেদন ফরম পূরণ করতে চান তাহলে আপনাকে আপনার জিপিএ এসএসসিতে 3.00 এবং এইচএসসি তে 2.5 পয়েন্ট প্লে আপনি অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি তা অনলাইনে আবেদন করতে পারবেন।
আপনি যদি একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্স দৈত্য ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশন এবং ভর্তি বাতিল বলে গণ্য করা হইবে।
মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি বিস্তারিত আলোচনাঃ
অনার্স প্রফেশনাল কোর্সে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-এর ভিত্তিক কলেজের জন্য আলাদাভাবে কোষ ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম কোর্স বরাদ্দ দেয়া হবে।
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ যথাক্রমে 40% ও 60% প্রয়োজন হলে চতুর্থ বিষয় এসএসসি ও এইচএসসির নাম্বারের 40% ও 60% নিয়ে মেধাক্রমঃ সম্পন্ন করা হবে।
এরপরও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রমঃ এক হয় সে ক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রমে প্রণয়ন করা হইবে।
অনলাইনে আবেদনের পদ্ধতি বিস্তারিত আলোচনাঃ
অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সে ভর্তি হতে আপনাকে অনলাইনে আবেদন করার জন্য www.nu.ac.bd/admissions এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার এস এস সি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সন দিতে হবে।
তারপর এইচ এস সি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার পাশের সন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এবং নির্ধারিত স্থানে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে পুরুষ এবং মেয়ে থাকলে মহিলা সিলেট করতে হবে।
অনলাইনে আবেদন করার জন্য আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ছবি সাইজ দিতে হবে 120*150 পিক্সেল এবং ছবির সাইজ সর্বোচ্চ 50 কেবি এর মধ্যে হতে হবে।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার প্রয়োজনীয় তথ্যাবলী এবং আপনার পছন্দের সাবজেক্ট সিলেট করবেন তারপর নির্দিষ্ট স্থানে আপনার ছবি আপলোড করে আবেদনপত্র সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র সাবমিট করার পর আপনার সামনে একটি এপ্লিকেশন কপি আসবে সেটা কি আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
প্রিন্ট করার পর উক্ত অ্যাপ্লিকেশন কঁপি কলেজে গিয়ে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি কলেজে গিয়ে তিনশত টাকা জমা দিয়ে আপনার আবেদনপত্র নিশ্চয়ন করতে হবে।
অন্যান্য নির্দেশনাবলিঃ
অনার্স প্রফেশনাল কোর্স গুরো সাধারণত অনার্সের সকল সাবজেক্ট অনুসারে হয়না এই প্রফেশনাল কোর্সের কিছু নির্ধারিত সাবজেক্ট আছে সেই গুলো সাবজেক্ট অনুসারে আপানাদের অনার্স প্রফেশনাল কোর্স করতে হবে।
অনার্স প্রফেশনাল কোর্স মূলত সব কলেজে থাকেনা তাই আপনারা চিন্তা ভাবনা করে এই আবেদন ফরম পূরণ করবেন।
অনার্স প্রফেশনার কোর্স করতে চাইলে আপনাকে ঢাকার কোনি একটি কলেজে করতে হবে। আর প্রফেশনাল অর্নাস মূলত ব্যয় বহুল খরচ হয়ে থাকে।
আমি আপনাদেরকে সাজেশন করবো আপনারা যারা নিম্ন পরিবারের সন্তান আছেন তারাে এই কোর্সে আবেদন না করারয় ভালো হবে।
অনার্স প্রফেশনাল কোর্সে ভতির ফি বাবদ আমার জানা মতে কোন কলেজে ২০ হাজার কিংবা আরো অনেক বেশী ভর্তি ফি হয়ে থাকে।
আপনারা অনেকেই আছেন ভর্তি আবেদন করার পরে ভর্তি হইতে টাকা বেশী লাগার কারণে আপনারা কলেজে গিয়ে ভর্তি না হয়ে ফেরত আসেন।
তাই আপনারা চিন্তা ভাবনা করে এই অনার্স প্রফেশনাল কোর্সে আবেদন করবে।
এ ভর্তি কার্যক্রমের যেকোনো নিয়মাবলী ধারা-উপধারা সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন বা বাতিল করার অগ্রধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষণ করে উক্ত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শেষ কথাঃ
অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি বিষয়ক অনলাইনে আবেদন সম্পর্কে আমাদের উপরে আর্টিকেল লেখাগুলো পড়ে আপনি মূল বিষয়টা বুঝতে পারছেন বলে আমি মনে করছি।
আমাদের সাইটের www.jobsandedu.com আর্টিকেল লেখাগুলো পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।
প্রতিদিন নিত্যনতুন শিক্ষামূলক ও চাকুরী সংক্রান্ত সকল তথ্য আপডেট পেতে আমাদের ওয়েবসাইট www.jobsandedu.com নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।