প্রতিবারের মত এবারও বাংলাদেশ নৌবাহিনী বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করে আপনি গর্বের সহিত সম্মানের সহিত চাকরি করতে পারেন। বাংলাদেশের একটি অন্যতম সম্মানের চাকরি হচ্ছে বাংলাদেশ নৌ বাহিনী।
নাবিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম,এসএসসি, পাশে যে কোন বিভাগ থেকে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা সাইন্স কমার্স আর্টস সকল ডিপার্টমেন্টের যদি পাশ করে থাকেন এসএসসিসি পাস থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন।
বহুল প্রতীক্ষিত সেই বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।
বাংলাদেশ নৌ বাহিনীতে আবেদন করতে আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে সহ বিস্তারিত কেটাগরি নিয়ে আলোচনা করব

অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিকের প্রকাশ করা হবে সেটা হচ্ছে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে ঠিক আছে তার জন্য আবেদন করতে হলে।
আপনাকে নাবিক পদে আবেদন করার জন্য 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হলে আপনি আবেদন করতে পারবেন। পেট্রোলম্যান এ আবেদন করতে হলে আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি এবং অন্যান্য শাখা ৫ ফুট ৪ ইঞ্চি, এমওডিসি(নৌ) ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি অথবা সমমান 2.50 থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে।
বাংলাদেশ নৌবাহিনী অনেকগুলো কাজ রয়েছে। বাংলাদেশের যতগুলো সামরিক বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ নৌ বাহিনী। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনিও বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করতে পারেন।
বাংলাদেশ নৌ-বাহীনির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানেই ক্লিক করুন।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম প্রকাশিত হয়েছে নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাবিক ও এমওডিসি পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আপনি নিজেও বাংলাদেশ নেভি তে যোগদান করতে পারেন। নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নাবিক ও এমওডিসি কিভাবে আবেদন করতে হয় এবং এর যোগ্যতা কি কি লাগবে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 বিস্তারিত দেখুনঃ
বাংলাদেশ নেীবাহিনী | নেীবাহিনী |
---|---|
17/08/2022 | বিজ্ঞপ্তি প্রকাশ |
2023 | ব্যাচ |
নাবিক ও এমওডিসি | পদ |
অনির্দিষ্ট | শূন্য পদ সংখ্যা |
ফুলটাইম | চাকরির ধরন |
বাংলাদেশের যে কোন স্থান | চাকরির কর্মস্থল |
আবেদনের ধরন | অনলাইন |
আবেদনের ফি বাবদ আবেদনের ফি বাবদ | 200 টাকা |
অনলাইনে আবেদন শুরুর তারিখ | 17/8/2022 ইং |
আবেদনের শেষ তারিখ | 5 সেপ্টেম্বর 2022 ইং |
যে কোন প্রকার সাহায্য লাগবে যোগাযোগ করুন | 01707 609 017 |
নৌবাহিনীর ওয়েবসাইট | joinnavy.navy.mil.bd |
ইমেইল নাম্বার | joinnavy@unlocklive.com |
- অনলাইনে আবেদনের শুরুর তারিখ 17 আগস্ট 2022 হইতে
- অনলাইনে আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2022
বাংলাদেশ নৌবাহিনী 1971 সালে গঠন করা হয়। আরো অন্যান্য বাহিনীর মতোই বাহিনী সামুদ্রিক ও নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ অর্থনীতি রক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনী নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিতঃ
শাখার নাম | শিক্ষাগত যোগ্যতা | উচ্চতা | বুকের মাপ | ওজন |
---|---|---|---|---|
সিম্যান | এসএসসি, বিজ্ঞান, 3.50 | 5 ফিট 6 ইঞ্চি | 30 থেকে 32 | উচ্চতা অনুযায়ী |
পেট্রলম্যান | এসএসসি, 3.00 | 5 ফুট 8 ইঞ্চি | 30 থেকে 32 | উচ্চতা অনুসারে |
মেডিকেল | এসএসসি, বিজ্ঞান, 3.50 | 5 ফুট 4 ইঞ্চি | ||
কোপ | এসএসসি 2.50 | 5 ফুট 4 ইঞ্চি | ||
টোপাস | অষ্টম শ্রেণি | 5 ফুট 4 ইঞ্চি |
আরো পরুনঃ
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি -2022
- মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডাউনলোড করুন (খুব সহজেই)
- অনার্স ৪র্থ বর্ষ রেজাল্ট ২০২২ | মার্কশীটসহ এখানে দেখুন
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে আমাদের কি কি থাকতে হবে সে বিষয়ে বিস্তারিত দেখুনঃ
- অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
- সাঁতার জানা বাধ্যতামূলক
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত হতে হবে
- বয়স 17 থেকে 20
বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার পিডিএফঃ
ডাউনলোড করুন
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার জন্য বিস্তারিত বিষয় আমার এই ওয়েবসাইটে লেখা আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লেখাগুলো পড়ে সম্পূর্ণভাবে বিস্তারিত দেখে এবং জেনেবুঝে অবশ্যই সুন্দর করে আপনার আবেদন ফরম পূরণ করবেন।
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে পেট্রোল ম্যান ও অন্যান্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন:
কি কি কজগ পত্র ও সার্টিফিকেট লাগবে তা বিস্তারিতঃ
আবেদন কৃত প্রার্থীদের নিম্নে দেওয়া সকল প্রয়োজনীয় কাগজ সহ উপস্থিত থাকতে হবে এবং কাগজ পত্র সঠিক হইলেই আপনি প্রাথমিক পর্যায়ে নির্বাচিত।
এস এস সি সনদের মূল কপি, মূল প্রশংসাপত্র, মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড (অবশ্যয় সংঙ্গে নিয়ে যেতে হবে)।
- চরিত্রগত সনদপত্র স্থানীয় চেয়াম্যান কর্তৃক সত্যায়িত থাকতে হবে।
- প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি রঙ্গিন নিলে ভালো হয়।
- প্রার্থীর পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি করে নিতে হবে ও রঙ্গিন নিলে ভালো হয় ।
- অভিভাবকের অনুমতি পত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত।
- আবেদন কৃত প্রার্থীর ১৫ কপি সদ্যতোলা রঙ্গিন পার্সপোর্ট সাইটের ছবি, ও বাবার ১ কপি এবং মাতার ১ কপি রঙ্গিন ছবি সত্যায়িত করতে উপস্থিত থাকতে হবে।
আপনাকে ভর্তি হওয়ার কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে।
নৌবাহিনির নাবিক হিসেব ভর্তি হতে হলে ০৪ টি ধাপ পাশ করলেই আপনি সফল।
- প্রাথমিক নির্বাচন (উচ্চতা ও ওজন, বুকের মাপ)।
- লিখিত পরীক্ষা (লিখিত পরীক্ষায় উত্তির্ন হইতে হবে)।
- স্বাস্থ্য পরীক্ষা (চূড়ান্ত ভাবে ম্যাডিকেলে টিকতে হবে)।
- মৌখিক পরীক্ষা (ভাইবা পরিক্ষায় উত্তির্ণ হইতে হবে) ।
লিখিত পরীক্ষা হবেঃ
বাংলা,গণিত,বিজ্ঞান, সাধারণ জ্ঞান (এর উপরের খুব সহজ সহজ আকাকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে)
বেতন ও ভাতা
- বিনামূল্যে সরকারী ভাবে থাকা খাওয়া পোষাক আশাক ইত্যাদি সকল কিছু সরকারী ভাবে ফ্রি করে দেওয়া আছে।
- খুব অল্প টাকা দিয়ে পরিবারের জন্য চাউল, ডাউল, তেল, ইত্যাদি প্রয়োজনী রেশন কিনতে পারবেন।
- আপনার চাকরির পূর্ণ বছর হয়ে গেলে আপনি পেনশন ও অবশরের পর একটি পেনশন ভাতা পাবেন।
- আপনার যদি অন্যান্য ও শিক্ষাগত যোগ্যতা বেশী থাকে তাহলে আপনি পদন্নতি লাভ করতে পারবেন।
- চাকরি করতঃ অবস্থায় আপনি মারা গেলে আপনার পরিবারে বিভিন্ন ভাবে আর্থিক সুবিধা পাবেনে।
আবেদন করতে এখানেই ক্লিক করুন : https://joinnavy.navy.mil.bd/
তারপর এপ্লাই অপশনে গিয়ে এপলাই করুন :
বাংলাদেশ নৌবাহিনীতে এপ্লাই করতে চাইলে আপনি আবেদন এ ক্লিক করবেন উপরে আবেদন করার পর আপনি নিচের যে ছবিটা দেখতে পারতেছেন না রকম একটা পেজ আসবে|
তারপর আপনি খুব সহজেই ডানপাশে যে দেখতে পারতেছেন সোলজার লেখাটা লেখার নিচে দেখেন এপ্লাই লেখা আছে সে এপ্লাই লেখার মধ্যে ক্লিক করলে আপনি খুব সহজেই আপনার বিস্তারিত তথ্য পূরণ করে আপনার ফী জমা দিয়ে আপনি আবেদন খুব সহজেই করতে পারবেন|
আমাদের শেষ কথা :
আমাদের এই ওয়েবসাইট আপনারা সকল ধরনের চাকরির নিত্য নতুন আপডেট পাবেন এবং পরবর্তীতে কোন চাকরির আবেদন করতে পারবেন যে কোন চাকরির আবেদন করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে তাই আমাদের ওয়েবসাইটের পাশে থাকবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন আপনার মতামত|
আমাদের ওয়েবসাইট আপনারা নিয়মিত ভিজিট করুন ভিজিট করলে শিক্ষাসংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত সকল নোটিশআপনারা খুব সহজেই পেয়ে যাবেন|
আমাদের এই ওয়েবসাইটে লেখাগুলো যদি আপনার ভাল লাগে তাহলে আমাদের পাশেই থাকবেন আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে ভিজিট করবেন|
বাংলাদেশের যত সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হয় সকল কিছুই আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন তাই আমাদের ওয়েবসাইট আপনি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না কিন্তু|
আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ|