2022 সালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্ব মোট 07 টি ক্যাটাগরিতে 64 টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের সার্কুলার প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনের আহবান করা যাচ্ছে।
অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোন উপায়ে আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না বলে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
- চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ 15/09/2022 খ্রিঃ
- অনলাইনে আবেদন শুরুর তারিখঃ 01/10/2022 খ্রিঃ
- অনলাইনে আবেদনের শেষ তারিখঃ 15/11/2022 খ্রিঃ
নিয়োগের গুরুত্বপূর্ণ পদের নাম ও বেতন এবং শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত আলোচনাঃ
ক্রঃনং | পদের নাম | বেতন | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|
০১ | হিসাব রক্ষক | 11000-26950 টাকা | বিএ পাস |
০২ | কম্পিউটার অপারেটর | 11000-26950 টাকা | বিএসসি পাস |
০৩ | ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | 10200-24680 টাকা | বিএ পাস |
০৪ | মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট | 10200-24680 টাকা | এইচএসসি পাস |
০৫ | বেঞ্চ সহকারী | 9300-22490 টাকা | এইচএসসি পাস |
০৬ | ক্যাশিয়ার | 9300-22490 টাকা | এইচ এস সি পাশ |
০৭ | অফিস সহায়ক | 8250-20010 টাকা | এসএসসি পাস |
ব্রিঃদ্রঃ উপরোক্ত ১নং পদ হইতে ০৬ নং পর্যন্ত আবেদনকৃত প্রার্থীদের কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী বিস্তারিত আলোচনাঃ
অনলাইনে আবেদনের ক্যাটাগরি |
সর্বমোট 07 টি |
মোট শূন্যপদ | সর্বমোট 64 টি |
ফি জমাদানের পদ্ধতি |
টেলিটক সিম এসএমএস এর মাধ্যমে |
বয়স (সাধারণ প্রার্থীদের জন্য) |
18-30 বছর পর্যন্ত |
বয়স (মুক্তিযোদ্ধা/ এতিম/প্রতিবন্ধীদের জন্য) |
18-32 বছর পর্যন্ত। |
আবেদনের পদ্ধতি |
অনলাইনে |
অফিশিয়াল ওয়েবসাইট |
www.brta.gov.bd |
অনলাইনে আবেদনের লিংক |
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি 2022 পিডিএফ ডাউনলোড করতেঃ এখানে ক্লিক করুন
আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলী বিস্তারিত আলোচনাঃ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট বিআরটিএ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 হইতে 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 বছরের কম হইতে 30 বছরের বেশি হইলে আপনি বাংলাদেশ রোড অথরিটি বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে পারবেন না।
উক্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা রয়েছে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হইবে না।
মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান ও এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার পার্থীগণ 18 হইতে বছর 32 বছর পযন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ রোড অথরিটি বিআরটিএ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি স্পষ্ট করে বলা হয়েছে আপনি যদি এতিম অথবা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সকল জেলা হইতে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন পদের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
আরো পড়ুনঃ
- মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2022-23 শিক্ষাবর্ষ (অনলাইনে আবেদন করুন)
- জাতীয় বিশ্ববিদ্যালয় (নিয়মিত) মাস্টার্স ফাইনাল ভর্তি বিজ্ঞপ্তি 2022 (অনলাইনে আবেদন করুন)
- ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপের বিজ্ঞপ্তি 2022 (অনলাইনে আবেদন করুন)
- ডিগ্রি ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ (পিডিএফ ডাউনলোড করুন)
আপনি যদি বিআরটিএর নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করে থাকেন কিংবা আপনি যদি সরকারি/আধাসরকারি অথবা স্বায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে আপনাকে আপনার উক্ত প্রতিষ্ঠানের হইতে অনুমতি পত্র প্রযোজ্য হইবে।
এমনকি আপনার কর্মরত প্রতিষ্ঠানের নিকট হইতে অনুমতি পত্র বিআরটিএ মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতি পত্র সঙ্গে আনতে হবে।
বাংলাদেশ রোড অথরিটি বিআরটিএ যেকোনো একটি পদে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনার কোন তথ্যবলি ভুল বা মিথ্যা বলে প্রমাণিত হলে তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এমনকি আপনি যদি ভুল বা মিথ্যা কোনো কাগজপত্র ব্যবহার করিয়া উক্ত পদে চাকরি করেন চাকরির পরবর্তী সময়ে যদি আপনার এই ভুলগুলো ধরা পড়ে তাহলে আপনাকে চাকরি হইতে বরখাস্ত করিয়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
আপনি যদি বাংলাদেশ বিআরটিএ রোড অথরিটি 1 নং হইতে 6 নং ক্রমিক পর্যন্ত যদি আবেদন করে থাকেন তাহলে আপনার লিখিত পরীক্ষার কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই তার সকল কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপির প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হইতে সত্যায়িত করতে হবে এবং মৌখিক/ভাইবা পরিক্ষার সময় সকল কাগজপত্র দেখাতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হইতে নিচে উল্লেখ করে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।
এতিম প্রতিবন্ধী আনসার ও ভিডিপি এবং ক্ষুদ্রনীগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত কপি দাখিল করিতে হইবে।
আবেদনপত্রে আরও লক্ষ করা হয়েছে যে কোনো কারণ ছাড়াই উক্ত আবেদনপত্র বাতিল করিতে পারিবে।
আবেদনকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য যাতায়াত ভাড়া বাবদ টিএ ডিএ প্রদান করা হইবে না।
আবেদনকারী প্রার্থীদের নিজ খরচে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হইবে।
আবেদনকারী প্রার্থীদের নিয়োগের বিষয়ে কোনো সুপারিশ কিম্বা কোন অবৈধ পন্থায় অবলম্বন করলে তাহার নিয়োগ পত্র বাতিল বলিয়া গণ্য হইবে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি 2022 দেখুনঃ
অনলাইনে আবেদনের গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
আপনি যদি বাংলাদেশ রোড অথরিটি বিআরটিএ উপরোক্ত পদ্ধতি যেকোনো একটি পদে আবেদন করতে চান তাহলে আপনাকে https //brta.teletalk.com bd ওয়েব সাইটে প্রবেশ করে আপনাকে আবেদন ফরম পূরণ করতে হবে।
বিআরটিএ উপরোক্ত 07 টি ক্যাটাগরি হইতে যে কোন ক্যাটাগরিতে আবেদন করার জন্য https //brta.teletalk.com bd ওয়েবসাইটে প্রবেশ করিয়া আপনার নাম ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার।
এছাড়াও স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে সঠিকভাবে ফরম পূরণ করতে হবে।
আবেদনকারী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের সদ্যতোলা রঙ্গিন ছবি স্ক্যান করে ছবির সাইজ 300*300 পিক্সেল দিয়ে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
এছাড়াও আবেদনকৃত প্রার্থীদের নিজের স্বাক্ষর স্ক্যান করতে হবে এবং স্বাক্ষর সাইজ হবে 300*80 পিক্সেল দিয়ে নির্দিষ্ট স্বাক্ষরের জায়গায় আপলোড করতে হবে।
আবেদনপত্র কাজ সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করে আপনাদের আবেদনের কপি পিডিএফ আকারে সংরক্ষণ করতে হবে এবং এক কপি প্রিন্ট করে সংরক্ষন করতে হবে।
আবেদনকারী প্রার্থীগণ আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে ক্রমিক নং 1 হইতে 6 পর্যন্ত প্রার্থীদের টেলিটক সিমের মাধ্যমে 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সর্বমোট 112 টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
07 নং পদের আবেদনকারী প্রার্থীরা আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে 50 টাকা সার্ভিস চার্জ সহ আরও 06 টাকা সর্বমোট 56 টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনকৃত প্রার্থীদের কোন তথ্য যদি ভুল হয় কিংবা কোনো ছবি অস্পষ্ট হয় সে ক্ষেত্রে আপনারা পুনরায় আবেদন করতে পারবেন।
এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে যে আপনি যদি ফি প্রদান করেন তাহলে আর কোন প্রকার আবেদনপত্র সংশোধন করতে পারবেন না।
এসএমএস এর মাধ্যমে টাকা জমা দেয়ার পদ্ধতিঃ
শেষ কথাঃ
আমাদের ওয়েবসাইট www.jobsandedu.com এর মাধ্যমে আপনি বাংলাদেশ রোড অথরিটি বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত পেয়েছেন আশাকরি উক্ত পদে কিভাবে আপনার আপনি আবেদন করবেন সে বিষয়ে জেনে গেছেন।
আমাদের ওয়েবসাইটের আর্টিকেল লেখা গুলো যদি আপনার পরে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।
প্রতিদিন নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষামূলক যাবতীয় আপডেট নিউজ পেতে আমাদের ওয়েবসাইট www.jobsandedu.com নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।